ঢাকাThursday , 16 January 2025
আজকের সর্বশেষ সবখবর

বাড়িতে ডাকাতের ছুরিকাঘাতে আহত সাইফ আলী খান

খান শুভ
January 16, 2025 1:00 pm
Link Copied!

বলিউড অভিনেতা সাইফ আলী খান। ছবি: সংগৃহীত


আন্তর্জাতিক ডেস্ক

ভারতের মুম্বাইয়ের বান্দ্রার বাড়িতে ডাকাতের ছুরিকাঘাতে আহত হয়েছেন অভিনেতা সাইফ আলী খান।বর্তমানেহাসপাতালে তার চিকিৎসা চলছে বলে জানিয়েছে দ্য হিন্দুস্তান টাইমস।প্রতিবেদনে বলা হয়, গতরাত আড়াইটার দিকে ঘটনা ঘটে।

সেসময় সাইফের স্ত্রী অভিনেত্রী কারিনা কাপুরসহ পরিবারের অন্য সদস্যরা ঘুমিয়ে ছিলেন। পুলিশ জানায়, বাড়িরবাসিন্দারা জেগে উঠলে ডাকাত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। অপরাধীকে ধরতে পুলিশেরএকাধিক দলও গঠন করা হয়েছে।

একজন সিনিয়র আইপিএস অফিসার জানান, সাইফ আলী খানকে লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাকাতেরসঙ্গে তার ধস্তাধস্তি হয়েছিল কি না তা এখনো স্পষ্ট নয়। মুম্বাই ক্রাইম ব্রাঞ্চও ঘটনার তদন্ত করছে। লীলাবতীহাসপাতালের সিওও ডা. নিরাজ উত্তমানি বলেন, ‘ভোররাত সাড়ে তিনটার দিকে সাইফকে হাসপাতালে আনা হয়। তারশরীরে ছয়টি আঘাত রয়েছে, যার মধ্যে দুটি গভীর। একটি আঘাত তার মেরুদণ্ডের কাছাকাছি। বর্তমানে তার অস্ত্রোপচারচলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।