ঢাকাThursday , 16 January 2025
আজকের সর্বশেষ সবখবর

পাওনা টাকা নিয়ে বিরোধ, অস্ত্র-গুলিসহ আটক ৪

খান শুভ
January 16, 2025 11:05 am
Link Copied!

আটককৃত যুবক। ছবি : সংগৃহীত


আরিফ খান শুভ

বিশেষ প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় পাওনা টাকা নিয়ে বাড়িতে হামলার অভিযোগে যুবককে আটক করেছে পুলিশ। সময় তাদের কাছথেকে ১টি বিদেশি অস্ত্র রাউন্ড গুলি উদ্ধার করা হয়।বুধবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে অভিযান চালিয়েতাদের আটক করা হয়। ভেড়ামারা থানার ওসি শেখ শহিদুল ইসলাম বিষয়টি দ্য স্টার নিউজকে নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেনসবুজ আলী (২৫), মো. আপন (১৮), সাকিবুল হাসান শোভন (১৮) মো. নুরুন্নবী প্রামাণিক (৩২)তারা সবাই ভেরামারা উপজেলার মোকাররমপুর ইউনিয়নের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ভেড়ামারা থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার মোকাররমপুর ইউনিয়নের নওদাখেমিরদিয়ার এলাকারবাসিন্দা মো. বকুলের ছেলে সাখাওয়াত হোসেন বিজয়ের ওপর সবুজ আলীর নেতৃত্বে একদল সন্ত্রাসী তার বাড়িতে হামলাকরে। সে একই ইউনিয়নের গোপীনাথপুরের বাসিন্দা সোনা আলীর ছেলে। সময় বিক্ষুব্ধ এলাকাবাসীরা তাদের ঘিরেফেলে।

তারা সবুজের হাতে থাকা বিদেশি অস্ত্রটি উদ্ধার করে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে অস্ত্রসহ চারজনকে আটক করে।বাকিরা পালিয়ে যায়।ভুক্তভোগী বিজয়ের বাবা মো. বকুল বলেন, সবুজের নেতৃত্বে ৪টি মোটরসাইকেলযোগে ১০ জনসন্ত্রাসী তার ছেলেকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে হত্যার উদ্দেশ্যে হামলা করে। তিনি দাবি করেন, পুলিশ ১টি বিদেশিপিস্তল উদ্ধার করলেও বাকি ২টি পিস্তল সন্ত্রাসীরা পাশে থাকা পুকুরে ফেলে দেয়।

এদিকে আটক সবুজ, সাখাওয়াত হোসেন বিজয়ের বিরুদ্ধে তার স্ত্রীর গায়ে হাত তোলার অভিযোগ তুলে বলেন, ‘গতমঙ্গলবার (১৪ জানুয়ারি) সবুজ তার স্ত্রীর গায়ে হাত তুলেছিল।ভেড়ামারা থানার ওসি শেখ শহিদুল ইসলাম দ্য স্টারনিউজকে বলেন, ঘটনা জানার পর পুলিশ ১টি বিদেশি অস্ত্র এক রাউন্ড গুলিসহ জনকে আটক করে। বাকি ২টি অস্ত্রপুকুরে ফেলার বিষয়ে যে অভিযোগ আছে, সেটা আমরা খতিয়ে দেখছি। মামলার প্রস্তুতি চলছে। পরে আইন অনুযায়ীব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।