ঢাকাWednesday , 15 January 2025
আজকের সর্বশেষ সবখবর

প্যারিসের চেয়েও বড় এলাকা পুড়ে গেছে দাবানলে

খান শুভ
January 15, 2025 2:50 pm
Link Copied!

ছবি : সংগৃহীত


আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে চলমান দাবানল তিনটি বড় অঞ্চলে ছড়িয়ে পড়েছেপালিসেডস, ইটন হার্স্ট। ক্যালিফায়ারকর্তৃপক্ষ জানিয়েছে, এই তিন অঞ্চলে দাবানলে মোট ৩৮ হাজার ৬২৯ একর (প্রায় ৬০ বর্গমাইল) এলাকা পুড়ে গেছে।

এটি প্যারিস শহরের আয়তনের চেয়ে বড়প্যারিসের আয়তন ৪০ বর্গমাইল। খবর সিএনএন।বিশেষ করে পালিসেডসদাবানলেই ২৩ হাজার ৭১৩ একর (প্রায় ৩৭ বর্গমাইল) এলাকা পুড়ে গেছে, যা প্যারিস শহরের কাছাকাছি। দাবানলটি দ্রুতছড়িয়ে পড়ছে।

স্থানীয়দের জন্য মারাত্মক ক্ষতি করছে। দাবানল নিয়ন্ত্রণে এখনো ব্যাপক চ্যালেঞ্জ রয়ে গেছে। দমকা বাতাসের গতির ওপরপরিস্থিতি আরও ভয়ংকর হতে পারে।প্যালিসেডস এলাকায় চলমান ভয়াবহ দাবানলের সূত্রপাত নিয়ে নানা আলোচনাচলছে। প্রথমে ধারণা করা হয়েছিল, নতুন বছর উদযাপনের সময় আতশবাজি থেকে আগুন লেগেছিল।

তবে, আগুন নেভানোর পর কয়েক দিন পর নতুন আগুনের সূত্রপাত হওয়ায় সন্দেহ তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, পুরনো আগুনের ধ্বংসাবশেষ থেকে নতুন আগুনের স্ফুলিঙ্গ হতে পারে। স্যাটেলাইট চিত্রেও এর প্রমাণ পাওয়া গেছে।এ পর্যন্তদাবানলে অন্তত ২৪ জন মারা গেছে এবং ২৩ জন নিখোঁজ রয়েছে।

এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে কিছু এলাকায় কারফিউও জারি করা হয়েছে। ক্যালিফায়া কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতিনিয়ন্ত্রণে আসার জন্য তারা দ্রুত ব্যবস্থা নিচ্ছে। পরবর্তী সময়ে বাতাসের গতি কমলে দাবানল নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।