ঢাকাWednesday , 15 January 2025
আজকের সর্বশেষ সবখবর

মিরসরাইয়ে ৫ নারী ছিনতাইকারী আটক

খান শুভ
January 15, 2025 1:47 pm
Link Copied!

আটক হওয়া ছিনতাইকারী। ছবি : সংগৃহীত


দ্য স্টার নিউজ ডেস্ক

চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাটে ছিনতাই করার সময় নারী ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দকরেছে স্থানীয় জনতা।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে বারইয়ারহাট পৌরসভার মিয়াজি মার্কেটের সামনে ঘটনা ঘটে।আটকরা হলেনটাঙ্গাইলজেলার নাগরপুর থানার আব্দুল মালেকের স্ত্রী শারমিন বেগম (২৪), আব্দুল্লাহ মলের স্ত্রী পারভীন বেগম (২২), মিনারুলমিয়ার স্ত্রী শিল্পী বেগম (২৬), রফিকুল ব্যাপারীর স্ত্রী মৌসুমি আক্তার (২২) জেলার ভূয়াপুর থানার মো. সুমনের স্ত্রী সুমিবেগম (১৯)

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরের বারইয়ারহাট পৌরসভার মিয়াজীর মার্কেটের সামনে স্থানীয়রা তাদের আটক করেজোরারগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।

তারা বিভিন্ন দোকানে টাকা চুরির কথা স্থানীয়দের কাছে স্বীকার করে।যোগাযোগ করা হলে জোরারগঞ্জ থানার অফিসারইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, বারইয়ারহাট পৌর এলাকায় টাকা চুরি করার সময় নারীছিনতাইকারীকে স্থানীয়রা আটক করে থানায় সোপর্দ করেছে।

এই ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।