ঢাকাThursday , 26 December 2024
আজকের সর্বশেষ সবখবর

মধুপুরে এক মাদকসেবিকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত

খান শুভ
December 26, 2024 11:28 pm
Link Copied!

 

টাঙ্গাইল প্রতিনিধিঃ-

টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন অরণখোলা ইউনিয়নের গাছাবাড়ী গ্রামে মাদকদ্রব্য সেবনকালে সুজন নামের একজনকে গ্রেফতার করেছে মধুপুর থানা পুলিশ। সে অত্র এলাকার আব্দুস সাত্তারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক সেবনকালে তাকে গ্রেফতার করে মধুপুর থানা পুলিশ।পরবর্তীতে উক্ত ব্যক্তিকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাদক সেবনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুসারে ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ শত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জুবায়ের হোসেন । আইনশৃঙ্খলার সহযোগিতায় ছিলেন মধুপুর থানা পুলিশের একটি বিশেষ টিম।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।