নারায়ণগঞ্জ প্রতিনিধি :
মহান মে দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের আহবায়ক এস এম আসলামের পক্ষ থেকে নারায়ণগঞ্জে কর্মরত সকল শ্রমজীবী মানুষদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও সংগ্রামী সালাম জানিয়েছেন। গতকাল বুধবার এক বার্তায় তারা এই শুভেচ্ছা ও সংগ্রামী সালাম জানান।শুভেচ্ছা বার্তায় মহানগর শ্রমিকদলের সংগ্রামী আহবায়ক আসলাম বলেন, ১৮৮৬ সালের মে মাসে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে ৮ ঘণ্টা কর্মদিবসের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের আত্মত্যাগ ইতিহাসে স্মরনীয়। তাদের আত্নত্যাগের প্রতি জানাই গভীর শ্রদ্ধা। ১লা মে আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনের প্রতীক। পৃথিবীর বিভিন্ন প্রান্তে শ্রমিক সংগঠনগুলো মিছিল-সমাবেশের মাধ্যমে এই দিবসটি পালন করে থাকে। বহুদলীয় গনতন্ত্রের প্রবক্তা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান শ্রমিকদের উন্নয়নকে রাষ্ট্রীয় অগ্রগতির ভিত্তি হিসেবে দেখতেন। তার সময়েই শ্রম আইন সংস্কার, মজুরি কমিশন গঠন, গার্মেন্ট শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ ও শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন গঠনের মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়। গত ৫ আগষ্ট বছর ছাত্রদের সঙ্গে শ্রমিকদের আত্মদানের মাধ্যমে আওয়ামী ‘ফ্যাসীবাদ’ পতন হয়। যদিও বর্তমান পরিস্থিতিতে শ্রমিক অধিকার আদায়ের কোনো আইনগত বাধা নেই, তবু শ্রমিকরা এখনো অবহেলিত ও অধিকার বঞ্চিত। পরিশেষে তারা বলেন, বিএনপিকে রাষ্ট্রিয় ক্ষমতায় এনে ইনশাআল্লাহ আগামীতেও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে শ্রমজীবী মানুষের কল্যাণে কাজ করে যাবে শ্রমিকদল। এই হোক মহান মে দিবসে আমাদের প্রত্যাশা।