ঢাকাThursday , 20 February 2025
আজকের সর্বশেষ সবখবর

অর্থনৈতিক সম্পর্ক আরো জোরদারে ফিলিপাইন দূতাবাস কাজ করছে: রাষ্ট্রদূত

খান শুভ
February 20, 2025 10:45 am
Link Copied!

দ্য স্টার নিউজ ডেস্ক ,

ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কেইংলেট বলেছেন, বাংলাদেশের সাথে ফিলিপাইনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেওঅর্থনৈতিক ক্ষেত্রে এই সম্পর্ক এখনো উল্লেখযোগ্য মাত্রায় পৌঁছায়নি। তাই অর্থনৈতিক সম্পর্ক আরো জোরদারের লক্ষ্যেফিলিপাইন দূতাবাস কাজ করছে। 

বুধবার (১৯ ফেব্রুয়ারী ) চট্টগ্রামের আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চট্টগ্রামের বিভিন্ন সেক্টরের ব্যবসায়ীদের সাথে একমতবিনিময় সভায় রাষ্ট্রদূত কথা বলেন। চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) চিটাগাং চেম্বারের প্রশাসকমুহাম্মদ আনোয়ার পাশা  সভাপতিত্বে ফিলিপাইনের অনারারি কনসাল এম. . আউয়াল, চেম্বারের সাবেক পরিচালকজহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, বাংলাদেশ শিপিং এজেন্ট এসোসিয়েশনের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ আরিফ, লুবরেফ এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউসুফ, ট্রাস্টেড শিপিং লাইন্স লিমিটেডের নির্বাহী পরিচালক ওয়াহিদআলম, ইস্টার্ন লজিস্টিকস এর পরিচালক শাফায়েত আলম, বিএসআরএম গ্রুপের ইমরান শেখ মোহাম্মদ মনির হোসেনবক্তব্য রাখেন। 

রাষ্ট্রদূত বলেন, ফিলিপাইন টেকনিক্যাল সেক্টর বিশেষ করে কৃষি প্রক্রিয়াজাতকরণ, নবায়নযোগ্য জ্বালানি, মেডিকেলযন্ত্রপাতি এবং বৈদ্যুতিক গাড়ি উৎপাদনে উল্লেখযোগ্য সাফল্য দেখাচ্ছে।বিশ্বব্যাপী পরিবেশবান্ধব যানবাহন এবংনবায়নযোগ্য জ্বালানির চাহিদা মেটাতে বাংলাদেশ ফিলিপাইনের সাথে কাজ করতে পারে। রাষ্ট্রদূত বাংলাদেশের সাথেফিলিপাইনের বাণিজ্যিক সম্পর্ক আরো এগিয়ে নিতে ফিলিপাইনবাংলাদেশ চেম্বারের মাধ্যমে দুই দেশের ব্যবসায়ীদেরসম্পর্ক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। 

তিনি বলেন, কৃষি পণ্য উৎপাদন প্রক্রিয়াজাতকরণে বিশ্বব্যাপী ফিলিপাইনের যথেষ্ট সুনাম রয়েছে। তাই বাংলাদেশফিলিপাইন থেকে হালাল খাদ্যপণ্য আমদানির অন্যতম ক্ষেত্র হিসেবে বিবেচনা করতে পারে। ২০২৬ সালে এলডিসিগ্র্যাজুয়েশনের পর বাংলাদেশের সাথে দক্ষিণ দক্ষিণ সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রদূত।চেম্বার প্রশাসক মুহাম্মদআনোয়ার পাশা বলেন, বাংলাদেশের সাথে ফিলিপাইনের দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক প্রতিনিয়ত বাড়ছে।

বাংলাদেশ থেকে ফিলিপাইনে ২০২৩ সালে ৯৪ কোটি ৮০ লক্ষ ডলারের পণ্য রপ্তানি হয়। আবার ফিলিপাইন থেকেওবাংলাদেশে ৩৮ কোটি ২০ লক্ষ ডলারের পণ্য আমদানি হয়। তিনি বলেন, বাংলাদেশে পর্যাপ্ত খাদ্য উৎপাদন হলেওপ্রক্রিয়াজাতকরণের অভাবে তার অধিকাংশ নষ্ট হয়ে যায়। 

অন্যদিকে ফিলিপাইন খাদ্য উৎপাদন প্রক্রিয়াজাতকরণে অনেক উন্নত প্রযুক্তি ব্যবহার করছে। বাংলাদেশের কৃষি খাতেরউন্নয়নে প্রযুক্তিগত জ্ঞান শেয়ার করার আহ্বান জানান চেম্বার প্রশাসক। একই সাথে ভৌগোলিক অবস্থানগত গুরুত্ববিবেচনায় বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলে ফিলিপাইনের বিনিয়োগকারীদের একক যৌথ বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করেনতিনি। 

সময় অন্যান্যের মধ্যে বাংলাদেশে ফিলিপাইন দূতাবাসের ভাইস কনসাল লিন আর. গুতেরেস, প্রশাসনিক কর্মকর্তাআর্থার এল. ব্লাস, ইস্টার্ন লজিস্টিকস এর চেয়ারম্যান মো. শাহ আলম, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়রসহকারী কমিশনার মো. মেজবাহ উদ্দিন, ফিলিপাইন কনস্যুলেট চট্টগ্রামের চিফ অব স্টাফ শেখ হাবিবুর রহমানসহ বিভিন্নসেক্টরের ব্যবসায়ী চেম্বার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।