জেলায় আজ বেলা ১১টায় জুলাই শহীদ দিবস উপলক্ষে নিরাপদ সড়ক বিষয়ক ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ করা হয়েছে।
পিরোজপুর বিআরটিএ এর আয়োজনে কেন্দ্রীয় বাস টার্মিনালে এ ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তৌফিক আনোয়ার।
জেলা বিআরটিএ এর সহকারী পরিচালক মাহফুজ হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা বাস ও মিনিবাস সমিতির সাধারণ সম্পাদক গাজী মাসুম, ট্রাফিক ইন্সপেক্টও (টিআই) মো.মনিরুজ্জামান ও মোটরযান পরিদর্শক তাজুল ইসলাম।
এ সময় বক্তারা বলেন, ২৪ এর জুলাই গণঅভ্যুত্থানে এ জেলার পাঁচজন শহীদ হয়েছেন। তাদের মধ্যে তিনজন পরিবহন শ্রমিক। তাদের সম্মানার্থে এবং নিরাপদ সড়কের দাবিতে আমাদের এই লিফলেট বিতরণ কর্মসূচি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।