ঢাকাSunday , 5 October 2025
আজকের সর্বশেষ সবখবর

চুয়াডাঙ্গায় দুই হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ডের আদেশ

অনলাইন ডেস্ক
October 5, 2025 3:20 am
Link Copied!

চুয়াডাঙ্গায় চাঞ্চল্যকর পৃথক দুটি হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেকে ১০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেওয়া হয়েছে। পাঁচজনকে খালাস প্রদান করা হয়েছে।

আজ বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আকবর আলী শেখ আসামিদের উপস্থিতিতে মামলা দুটির রায় ঘোষণা করেন। আলমডাঙ্গা ও জীবননগর উপজেলার এ দুটি হত্যাকাণ্ডই জমিজমা সংক্রান্ত জেরে ঘটেছিল।

দন্ডপ্রাপ্তরা হলেন, আলমডাঙ্গার বামানগরের কাশেম আলীর ছেলে স্বাধীন আলী ও চুয়াডাঙ্গা ফার্মপাড়ার মৃত বিপ্লব হোসেনের ছেলে আশিকুর রহমান আশিক ও অপর মামলায় জীবননগরের গঙ্গাদাশপুরের ইব্রাহীম মন্ডলের ছেলে জমির উদ্দিন।

মামলাসূত্রে জানা গেছে, আলমডাঙ্গার জেহালার চাঞ্চল্যকর ঠিকাদার  কামাল হোসেনকে ২০২২ সালের ৯ মে রাতে জমিজমা নিয়ে পূর্ব  বিরোধের জেরে একদল সন্ত্রাসী বাড়ি থেকে ডেকে নিয়ে মারধরে গুরুতর জখম করে। পরে পুলিশ গিয়ে কামালকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও পরে সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী সেলিনা আক্তার আলমডাঙ্গা থানায় হত্যা মামলা করেন।  তদন্ত শেষে থানার পরিদর্শক (নিরস্ত্র) মো. ইকরামুল হোসাইন সাতজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এ মামলায় আসামিস স্বাধীন আলী ও আশিকুর রহমান আশিক আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবান্দবন্দি দেন।

আজ একই আদালতে জীবননগরের গঙ্গাদাশপরের দিনমজুর কৃষক বাবলু রহমান (৪৫) হত্যা মামলার রায় ঘোষণা করা হয়।

মামলা সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১৬ জুন বেলা পৌনে ১১টার দিকে পূর্ব শক্রতার জেরে প্রতিপক্ষ বাবলু রহমানকে কোদাল দিয়ে মাথায় আঘাত করলে গুরুতর জখম হন। বাবলুকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী চায়না খাতুন জীবননগর থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে থানার উপ-পরিদর্শক  (নিরস্ত্র) সৈকত পাড়ে গঙ্গাদাশপুরের জমির উদ্দিনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

চুয়াডাঙ্গা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. মারুফ সরোয়ার বাবু বলেন, দুটি হত্যায় মামলায় তিনজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তষ্ট।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।