ঢাকাSunday , 5 October 2025
আজকের সর্বশেষ সবখবর

এইচএসসি পরীক্ষার দায়িত্বে অবহেলায় আশুলিয়ায় কেন্দ্র প্রধানকে অব্যাহতি

thestarn
October 5, 2025 3:21 am
Link Copied!

এইচএসসি পরীক্ষায় দায়িত্ব পালনে অবহেলার কারণে সাভারের আশুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্র প্রধানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

তার পরিবর্তে একই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মো. হাফিজ উল্লাহকে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা এক চিঠিতে এই তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, ঢাকার সাভার উপজেলার আশুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (কেন্দ্র-সাভার-৫, কোড-১৪৭)-এ দায়িত্বে অবহেলার কারণে কেন্দ্র প্রধানকে পরীক্ষার সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এর আগে ঢাকা বোর্ড জানায়, প্রতিষ্ঠানটি বোর্ডের অনুমোদন না থাকা সত্ত্বেও সমাজকর্ম, পরিসংখ্যান ও ভূগোল—এই তিন বিষয়ে ১৮৬ জন শিক্ষার্থীর রেজিস্ট্রেশন ও ফরম পূরণ করে। অথচ এসব বিষয়ের পাঠদানে বোর্ডের অনুমোদন ছিল না।

পরীক্ষার প্রবেশপত্র পাওয়ার পরও কলেজ কর্তৃপক্ষ তা সংশোধনের জন্য বোর্ডের সঙ্গে সময়মতো কোনো যোগাযোগ করেনি। বরং পরীক্ষার প্রায় শেষ পর্যায়ে এসে, ৯ জুলাই কলেজটি মৌখিকভাবে বোর্ডকে বিষয় পরিবর্তনের অনুরোধ করে। কিন্তু প্রশ্নপত্র ইতোমধ্যে কেন্দ্রগুলোতে পাঠিয়ে দেওয়ায় বোর্ডের পক্ষে বিষয়টি তৎক্ষণাৎ সমাধান করার সুযোগ ছিল না।

বোর্ড আরও জানায়, আশুলিয়ার মতো এমন অনিয়ম আরও ছয়টি কলেজেও হয়েছে। তবে সেসব প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা ছিল অনেক কম। মোট ২২ জন। বিপরীতে, আশুলিয়া কলেজে এককভাবে ১৮৬ শিক্ষার্থী এমন পরিস্থিতিতে পড়েছে, যা প্রতিষ্ঠানটির প্রশাসনিক অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।