ঢাকাSunday , 9 February 2025
আজকের সর্বশেষ সবখবর

বিদেশি পিস্তল ও গুলিসহ দুইজনকে গ্রেফতার করেছে কাফরুল থানা পুলিশ

খান শুভ
February 9, 2025 10:56 am
Link Copied!

নুর ইসলাম নিরব

স্টাফ রিপোর্টার

রাজধানীর কাফরুল এলাকা থেকে একটি বিদেশি পিস্তল দুই রাউন্ড তাজা গুলিসহ দুইজনকে গ্রেফতার করেছে ডিএমপিরকাফরুল থানা পুলিশ।গ্রেফতারকৃতরা হলো১। মোহাম্মদ রাসেদুল আলম জুম্মা (৪৫) মোঃ আশরাফ আলী (৪৯)

শুক্রবার (০ ফেব্রুয়ারি ) দুপুর ০১:৩০ ঘটিকায় তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে ব্রাজিলে তৈরিএকটি এম. এম. তরাশ পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি একটি আইফোন উদ্ধার করা হয়।কাফরুল থানা সূত্রে জানাযায়, শুক্রবার (০৭ ফেব্রুয়ারি )দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কাফরুল থানার ইব্রাহিমপুর আনন্দ রোডেঅপরাধ সংঘটনের উদ্দেশে দুইজন অস্ত্রগুলিসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে দ্রুত উক্ত স্থানে অভিযানপরিচালনা করে কাফরুল থানার একটি চৌকস দল।

পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালানোর সময় রাসেদুল আলম আশরাফকে গ্রেফতার করা হয়। এসময়তাদের হেফাজত হতে ব্রাজিলের তৈরি একটি এম. এম. তরাশ বিদেশি পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি একটি আইফোনউদ্ধার করা হয়। ঘটনায় গ্রেফতারকৃত দুইজনের বিরুদ্ধে কাফরুল থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা রুজু করাহয়েছে।

2-2.jpg

কাফরুল থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা বিভিন্ন অপরাধমূলক কাজে ব্যবহারের উদ্দেশে লাইসেন্স ব্যতীতঅবৈধ বিদেশি পিস্তল নিজেদের হেফাজতে রেখেছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।এ ঘটনায়গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।