ঢাকাSunday , 9 February 2025
আজকের সর্বশেষ সবখবর

ফার্মগেট এলাকায় তিনটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার; সফলভাবে নিষ্ক্রিয় করলো সিটিটিসির বোম্ব ডিসপোজাল টিম

খান শুভ
February 9, 2025 8:36 am
Link Copied!

দ্য স্টার নিউজ ডেস্ক ,

রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ফার্মগেট এলাকার আনন্দ সিনেমা হলের সামনে ফুটপাতে পাওয়া তিনটি ককটেলসদৃশ বস্তু সফলভাবে নিষ্ক্রিয় করেছে ডিএমপির সিটিটিসির বোম্ব ডিসপোজাল টিম।

শনিবার ( ফেব্রুয়ারি ) সকাল ১১:১০ ঘটিকায় জাতীয় জরুরী সেবা নম্বর ৯৯৯ কলের মাধ্যমে প্রাপ্ত সংবাদের ভিত্তিতেশেরেবাংলা নগর থানা পুলিশ জানতে পারে ফার্মগেট এলাকার আনন্দ সিনেমা হলের সামনের ফুটপাতে একটি কালোরঙের ব্যাগে তিনটি ককটেল সদৃশ বস্তু রয়েছে।

উক্ত সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে যায় এবং ঘটনাস্থল এর আশেপাশের প্রয়োজনীয়নিরাপত্তা নিশ্চিত করে।

সিটিটিসি সূত্রে জানা যায়, বোমা সদৃশ বস্তু পাওয়ার বিষয়টি শেরেবাংলা নগর থানা পুলিশ সিটিটিসির বোম্ব ডিসপোজালইউনিটকে জানালে বোম্ব ডিসপোজাল ইউনিটের একটি চৌকস দল দ্রুত ঘটনাস্থলে যায়। এরপর পুরাতন বাণিজ্য মেলামাঠে সেগুলো যথাযথ প্রক্রিয়ায় নিস্ক্রিয় করা হয়। ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।