ঢাকাWednesday , 5 February 2025
আজকের সর্বশেষ সবখবর

ডিজিটাল সেবার মাধ্যমে ভূমি সেবা সম্পর্কে ইতিবাচক মনোভাব ফিরিয়ে আনা সম্ভব : ভূমি উপদেষ্টা

খান শুভ
February 5, 2025 11:04 am
Link Copied!

ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারী ) রাজধানীর ভূমি ভবনের সম্মেলন কক্ষে বক্তব্য রাখেন।ছবি : সংগৃহীত


আরিফ খান শুভ

বিশেষ প্রতিনিধি

ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, ডিজিটাল সেবা প্রদানের মাধ্যমে মানুষের মনে ভূমি সেবা সম্পর্কে ইতিবাচকমনোভাব ফিরিয়ে আনা সম্ভব। এর জন্য সেবা প্রদানকারীদের দক্ষতাবৃদ্ধি এবং ইউজার ফ্রেন্ডলি ডিজিটাল সেবা নিশ্চিতকরতে হবে।

মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারী ) রাজধানীর ভূমি ভবনের সম্মেলন কক্ষে অটোমেটেড ভূমিসেবা সিস্টেম সফটওয়্যার সমূহেরঅগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।ভূমি উপদেষ্টা সময় আরও বলেন, অনলাইনে ঘরে বসে মৌজাম্যাপ, জমির পরচা, খতিয়ান পাওয়া যাবে, তেমনিভাবে জমির খাজনাও দেয়া যাবে। এই পদ্ধতিতে কোনো ভোগান্তি, অস্বচ্ছতা দুর্নীতি থাকবে না।

ডিজিটাল ভূমিসেবার ফলে ভূমি সংক্রান্ত মামলার সংখ্যা কমে যাবে, ফৌজদারি মামলার সংখ্যাও হ্রাস পাবে।সভায় প্রকল্পপরিচালক জানান, ২০১৭ সালে সারা দেশে অনলাইনে নামজারি সেবা চালু হলেও বর্তমানের চাহিদার সঙ্গে তাল মিলিয়েএকটি উন্নততর সংস্করণ তৈরি করা হয়েছে।শুরু থেকে পর্যন্ত বছর মাসে মোট কোটি ৬৮ লাখ ৬৩ হাজার ৩৮০ টিনামজারির আবেদন জমা পড়েছে। নিষ্পত্তির হার ৯৭ দশমিক ভাগ।

নাগরিক আবেদনের অনেক তথ্য সিস্টেম থেকে অটোমেটিক ভাবে যাচাই হয়ে যাবে। অটোমেটেড ভূমি সেবারসফটওয়্যারসমূহকে জনবান্ধব ব্যবহার উপযোগী করার জন্য কৃত্তিম বুদ্ধিমত্তাসহ অত্যাধুনিক প্রযুক্তির সংযোজন ঘটানোহয়েছে বলে জানান প্রকল্প পরিচালক।

সভায় সিনিয়র সচিব এস এম সালেহ আহমেদ উপস্থিত ছিলেন।আরো উপস্থিত ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) জে এম সালাউদ্দিন নাগরী, ভূমি আপিল বোর্ডেরচেয়ারম্যান (সচিব) মুহাম্মদ ইব্রাহিম, ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরের মহাপরিচালক . মো. মাহবুব হাসানসহমন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।