ঢাকাSaturday , 1 February 2025
আজকের সর্বশেষ সবখবর

৩০ কেজি গাঁজা ও ট্রাকসহ পেশাদার মাদক কারবারি চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিবি

খান শুভ
February 1, 2025 4:06 pm
Link Copied!

দিপা আক্তার

বিশেষ প্রতিনিধি

 

রাজধানীর ডেমরা থানা এলাকা থেকে ছয় লক্ষ টাকা মূল্যের ৩০ কেজি গাঁজা গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকসহপেশাদার মাদক কারবারি চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিবিউত্তরা বিভাগ।গ্রেফতারকৃতরা হলোমোঃরুবেল হোসেন (৩৫) মোঃ আরাফাত হোসেন (২১) গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৩০ কেজি গাঁজা, গাঁজাপরিবহনে ব্যবহৃত একটি ট্রাক দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ০৬:৩০ ঘটিকায় ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকার হাজি হোসেন প্লাজার সামনেঅভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে ডিবিউত্তরা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার মাদক নিয়ন্ত্রণ টিম।ডিবিউত্তরাবিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ডিবিউত্তরা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার মাদক নিয়ন্ত্রণ টিম মহানগরএলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ডেমড়া স্টাফ কোয়ার্টার এলাকার হাজিহোসেন প্লাজার সামনের সড়কে কয়েকজন মাদক কারবারি ট্রাকযোগে অবৈধ মাদকদ্রব্য গাঁজা হস্তান্তর করবে।

এমন সংবাদের ভিত্তিতে ডিবির টিম উক্ত স্থানে সকাল :৩০ ঘটিকায় অভিযান পরিচালনা করে রুবেল আরাফাতকে৩০ কেজি গাঁজাসহ গ্রেফতার করে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ছয় লক্ষ টাকা। সময় গাঁজা পরিবহনে ব্যবহৃতট্রাকটি জব্দ করা হয়। ঘটনার গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডেমরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুকরা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা কুমিল্লা থেকেঅবৈধ গাঁজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন জায়গায় বিক্রয় করতো। উদ্ধারকৃত গাঁজা বিক্রয় হস্তান্তরের উদ্দেশে তারানিজ হেফাজতে রেখেছিলো বলে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। উক্ত চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।