ঢাকাSaturday , 1 February 2025
আজকের সর্বশেষ সবখবর

১৬২টি চোরাই মোবাইল ফোন উদ্ধারসহ চোরাকারবারি চক্রের দশ সদস্যকে গ্রেফতার করেছে ডিবি

খান শুভ
February 1, 2025 11:19 am
Link Copied!

দিপা আক্তার

বিশেষ প্রতিনিধি


রাজধানীর
শাহবাগের নগর ভবন এলাকা থেকে ১৬২টি চোরাই মোবাইল ফোন উদ্ধারসহ মোবাইল ফোন চোরাকারবারিচক্রের দশ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিবিওয়ারী বিভাগ।গ্রেফতারকৃতরা হলো১। মো. রিয়াজ উদ্দিন (৩৬), ২।মো. আওলাদ হোসেন (৪০), ৩। আলম জমাদ্দার (৩৭), ৪। মো. বিজয় ছৈয়াল (১৮), ৫। মো. আকাশ (১৮), ৬। ওমরফারুক (৩২), ৭। মো. রফিক (৪৮), ৮। নেহাল রহমান সবুজ (৩৫), ৯। মো. রাসেল ভূইয়া (৩০) ১০।মো. বাহার (৪৬)

বুধবার (২৯ জানুয়ারি ) সন্ধ্যা ০৭:৩০ ঘটিকায় শাহবাগ থানাধীন নগর ভবনের বিপরীত পাশে ওসমানি উদ্যান সংলগ্নরাস্তার ফুটপাতের উপর অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে ডিবিওয়ারী বিভাগের ওয়ারী জোনাল টিম।

6-1.jpeg

ডিবি সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় ঢাকা মহানগর এলাকায় ডিবিওয়ারী বিভাগ বিশেষ অভিযান পরিচালনাকালেগোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, শাহবাগ থানার নগর ভবনের বিপরীত পাশে ওসমানি উদ্যান সংলগ্ন রাস্তারফুটপাতের উপর কতিপয় ব্যক্তি বিপুল পরিমান চোরাই মোবাইল ক্রয়বিক্রয়ের জন্য অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা ০৭:৩০ ঘটিকায় ডিবিওয়ারী বিভাগের একটি টিম উক্ত এলাকায় অভিযান পরিচালনা করেউল্লিখিত দশজনকে গ্রেফতার করে। এসময় তাদের হেফাজত হতে ১৬২ টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। অভিযানচলাকালে তাদের / জন সহযোগী কৌশলে পালিয়ে যায়। উক্ত ঘটনায় গ্রেফতারকৃত পলাতকদের বিরুদ্ধে শাহবাগথানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে ডিবিওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত এবং পলাতকরা মোবাইলফোন চোরাকারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা উক্ত চোরাই মোবাইল ফোনগুলো বিক্রয় করার জন্য উক্ত স্থানে অবস্থানকরছিলো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার সুষ্ঠুতদন্ত চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।