ঢাকাSaturday , 1 February 2025
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনের আগেই পতিত স্বৈরাচারের বিচার নিশ্চিত করার দাবি ছাত্রশিবিরের

খান শুভ
February 1, 2025 11:42 am
Link Copied!

নুর ইসলাম নিরব

স্টাফ রিপোর্টার

নির্বাচনের আগেই পতিত স্বৈরাচারের বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেলনূরুল ইসলাম সাদ্দাম। ফ্যাসিস্ট সরকারের গুম, খুন, দুর্নীতিসহ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সঙ্গেজড়িতদের বিচারের দাবিতে গণমিছিলশেষে তিনি কথা বলেন।

শুক্রবার (৩১ জানুয়ারি ) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেইট থেকে জুমার নামাজের পর গণমিছিলটি শুরুহয়। বায়তুল মোকাররমের সামনে থেকে পল্টন মোড়, জাতীয় প্রেস ক্লাব, মৎস্য ভবন হয়ে শাহবাগে গিয়ে সমাবেশের মধ্যদিয়ে মিছিলটি শেষ হয়।

সমাবেশে শিবির সেক্রেটারি বলেন, ‘জুলাই অভ্যুত্থানপরবর্তী মাস পেরিয়ে গেলেও যারা বাংলাদেশের মানচিত্রকেকলুষিত করেছে, বাকশাল কায়েম করে দেশকে ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করেছিল, জুলাই আন্দোলনে যাদের হাতে নির্বিচারেসাধারণ ছাত্রজনতা শহিদ হয়েছে, সেই পতিত ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের বিচার হতে দেখিনি।

আমরা বিচারে দীর্ঘসূত্রিতা লক্ষ্য করছি। এই বাংলার মাটিতে তাদের বিচার করেই পরবর্তী নির্বাচনের দিকে যেতে হবে।নির্বাচনের আগেই পতিত স্বৈরাচারের বিচার নিশ্চিত করতে হবে।

গণমিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ, প্রচার সম্পাদক আজিজুররহমান আজাদ, প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম, মানবাধিকার সম্পাদক সিফাত আলম প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।