ঢাকাThursday , 23 January 2025
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় অস্ত্র ও ককটেলসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে কোস্ট গার্ড

খান শুভ
January 23, 2025 12:55 pm
Link Copied!

অস্ত্র অস্ত্র তৈরির সরঞ্জামসহ দুজনকে আটক করেছে কোস্ট গার্ড। ছবি : সংগৃহীত


দ্য স্টার নিউজ ডেস্ক

সাতক্ষীরার শ্যামনগরের গাবুরা থেকে দুটি একনালা পাইপ গান, দুটি তাজা ককটেল অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধারসহদুজনকে আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত ১১টার দিকে গাবুরার গাংড়ামারি এলাকা থেকে তাদেরঅস্ত্রসহ আটক করা হয়।

আটককৃতরা হলেনসাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের গাংড়ামারী এলাকার মৃত আসাদুল্লাহ আলগালিবের ছেলে মো. মাসুম বিল্লাহ (৪৫) একই এলাকার সাত্তার খাঁর ছেলে মো. শফিউল্লাহ খাঁ (৩০)কোস্টগার্ড সদরদপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়ামউলহক তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, গোপনসংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত ১১টার দিকে কোস্টগার্ড পশ্চিম জোন অধীন বিসিজি স্টেশন কয়রা বাংলাদেশ পুলিশের সমন্বয়ে সাতক্ষীরার শ্যামনগর থানাধীন গাংড়ামারি এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করাহয়।

অভিযান চলাকালীন ওই এলাকা হতে দুটি অবৈধ দেশীয় একনলা পাইপ গান, দুটি ককটেল, একটি দেশীয় অস্ত্র অস্ত্রতৈরির সরঞ্জামসহ দুজন সন্ত্রাসীকে আটক করা হয়।তিনি আরও জানান, আটক দুজনকে অস্ত্রসহ শ্যামনগর থানায়হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।