ঢাকাThursday , 23 January 2025
আজকের সর্বশেষ সবখবর

মার্চের মধ্যে ফিফা প্রধান বাংলাদেশ সফর করতে পারেন

খান শুভ
January 23, 2025 12:28 pm
Link Copied!

আরিফ খান শুভ

বিশেষ প্রতিনিধি

 

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্টিনো বুধবার (২২ জানুয়ারি ) বলেছেন, তিনি আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশ সফর করতে চান এবংদেশের মহিলা ফুটবলের জন্য অর্থায়নের আশা করছেন।সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভারফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎকালে ফিফা প্রধান এই মন্তব্য করেন।

ইমফ্যান্টিনো খেলাধুলাকে কার্বন নিরপেক্ষ করার ক্ষেত্রে ইউনূসের ধারণার প্রশংসা করে বলেন, ফিফা দক্ষিণ এশীয় অঞ্চলেফুটবলের উন্নয়নে সহায়তা করবে।ইনফ্যান্টিনো অধ্যাপক ইউনূসকে বলেন, ‘আমি আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশসফর করতে চাই 


প্রধান উপদেষ্টা বাংলাদেশের মহিলা ফুটবলারদের জন্য ডরমিটরি এবং অন্যান্য অবকাঠামো নির্মাণের জন্য তার সহায়তাকামনা করলে তিনি আরও বলেন, ফিফা বাংলাদেশে মহিলা ফুটবলের জন্য অর্থায়ন করতে চায়।ইনফ্যান্টিনো বলেন, ফিফা সৌদি আরবে মহিলা ফুটবলেও সহায়তা করবে এবং সেখানে বসবাসকারী বাংলাদেশি প্রবাসীরাও ফিফার এইপদক্ষেপ থেকে উপকৃত হবেন।

ইনফ্যান্টিনো দুঃখ প্রকাশ করে বলেন, তিনি আমন্ত্রিত হলেও চলমান যুব উৎসবে বাংলাদেশ সফর করতে পারেননি।বাংলাদেশ সরকারের এসডিজি সমন্বয়কারী লামিয়া মোর্শেদ এবং জেনেভায় বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আরিফুলইসলামও বৈঠকে উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।