নুর ইসলাম নিরব
স্টাফ রিপোর্টার
রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ১৪ টি মামলার আসামি ও তালিকাভুক্ত চিহ্নিত ছিনাতাইকারী তৌহিদুল ইসলাম ওরফেসোহাগ (২৪) কে ছিনতাইয়ের চেষ্টাকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে ডিএমপির ধানমন্ডি মডেল থানা পুলিশ।
এ সময় তার এক সহযোগী মোঃ মামুন (২৫) কেও গ্রেফতার করা হয়।সোমবার (২০ জানুয়ারি ) রাত আনুমানিক ১০:৫৫ঘটিকায় ধানমন্ডি এলাকায় ছিনতাইয়ের চেষ্টাকালে তাদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
ধানমন্ডি মডেল থানা সূত্রে জানা যায়, সোমবার রাত আনুমানিক ১০:৫৫ ঘটিকায় তিনজন পায়ে হেঁটে নিজ নিজ বাসারউদ্দেশে যাওয়ার সময় ধানমন্ডির রোড নং–১৫/এ এর মোঘল কাবাবের পিছনে লেক সংলগ্ন ব্রীজের পাশে পৌঁছলে লেকেরপাশে দাঁড়িয়ে থাকা চারজন দুষ্কৃতকারী তাদের হাতে থাকা ধারালো ছোরার ভয় দেখিয়ে তাদের পথরোধ করে।
তারা ভয়–ভীতি প্রদর্শন করে তাদের নিকট থাকা মোবাইল ফোন ও নগদ টাকা জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।তাদের চিৎকারে জনসাধারণ ও ঘটনাস্থলের পাশেই থাকা থানার টহল টিম সেখানে দ্রুত পৌঁছে দুইজনকে আটক করে।
এ সময় তাদের সাথে থাকা অন্য দুইজন পালিয়ে যায়। আটককৃতদের মধ্যে একজনের নাম তৌহিদুল ইসলাম ওরফে সোহাগও অপরজনের নাম মোঃ মামুন। এ সময় তৌহিদুলের হেফাজত হতে ছিনতাই করা নগদ ১৫০০ টাকা ও ছিনতাইয়ের কাজেব্যবহৃত একটি ছোরা উদ্ধার করা হয়।
এ ঘটনায় ধানমন্ডি থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।থানা সূত্রে আরো জানা যায়, গ্রেফতারকৃত তৌহিদুলএকজন পেশাদার ছিনতাইকারী ও মাদক কারবারি। সে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর তালিকাভূক্ত একজন ছিনতাইকারী।
ধানমন্ডি, দারুস সালাম এলাকাসহ আশেপাশের এলাকায় বিভিন্ন অবৈধ মাদক বিক্রয় ও বিভিন্ন ছিনতাইয়ের ঘটনার সাথেসে ও তার সহযোগিরা জড়িত। তোহিদুলের বিরুদ্ধে ডিএমপির ধানমন্ডি মডেল, দারুস সালাম, কলাবাগান ও আদাবরথানায় ছিনতাই, চুরি নারী ও শিশু নির্যাতন ও মাদকের ১৪ টি মামলা রয়েছে।
ডিএমপির ধানমন্ডি মডেল থানায় রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ঘটনায়পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।