দেড় বছর বয়সী শিশু ইর্তিজা হাসানের বাম চোখের বদলে ডান চোখে অস্ত্রোপচার করেন চিকিৎসক। ছবি : সংগৃহীত
দ্য স্টার নিউজ ডেস্ক
রাজধানীর ধানমন্ডির বাংলাদেশ আই হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউটে ১৮ মাস বয়সী শিশুর ভালো চোখে অস্ত্রোপচারেরঘটনায় হাসপাতালের চক্ষু রোগ বিশেষজ্ঞ এবং স্ট্র্যাবিসমাস সার্জন ডা. শাহেদারা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বাবা মো. মাহমুদ হাসানের কোলে ভুক্তভোগী শিশু ইরতিজা আরিজ হাসান। ছবি: সংগৃহীত
আজ বৃহস্পতিবার মধ্যরাত ২টার দিকে এলিফ্যান্ট রোডের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।ধানমন্ডি থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) আলী আহমেদ মাসুদ বিষয়টি দ্য স্টার নিউজকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ ঘটনায় শিশুটির বাবা মো. মাহমুদ হাসান একটি মামলা দায়ের করেছেন।

ডা. শাহেদারা বেগম। ছবি : সংগৃহীত
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।