ঢাকাTuesday , 14 January 2025
আজকের সর্বশেষ সবখবর

উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কার্যকর ইকোসিস্টেম গড়ে তোলার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের

খান শুভ
January 14, 2025 2:29 pm
Link Copied!

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত একটি কনফারেন্সে যোগ দেন ইউজিসির চেয়ারম্যান। ছবি: ইউজিসিরসৌজন্যে


দিপা আক্তার

বিশেষ প্রতিনিধি

দক্ষিণ এশিয়া অঞ্চলের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গবেষণা উদ্ভাবনে একটি কার্যকর ইকোসিস্টেম গড়ে তুলতেযৌথভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)’ চেয়ারম্যান অধ্যাপক . এস এম ফায়েজ।ইউজিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেপ্রমোটিং সাউথরিজিওনাল কোঅপারেশন ইন হায়ার এডুকেশন কনফারেন্সে’- বক্তব্য প্রদানকালে ইউজিসি চেয়ারম্যান আহ্বানজানান

তিন দিনব্যাপী সম্মেলনের প্রথম দিনে ইউজিসি চেয়ারম্যানহায়ার এডুকেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট : ওরিয়েন্টিংহায়ার এডুকেশন টু দ্য টুয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি লেবার মার্কেট (বাংলাদেশ এক্সপিরিয়েন্স)’- শীর্ষক অধিবেশনে সভাপতিত্বকরেন। 

ইউজিসি চেয়ারম্যান তার বক্তব্যে দক্ষিণ এশিয়ার দেশগুলোর উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহে গবেষণা উদ্ভাবনবাণিজ্যিকীকরণের উপযুক্ত পরিবেশ তৈরিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতাপ্রদানের প্রতিশ্রুতি দেন। তিনি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সাথে শিল্প বাণিজ্য প্রতিষ্ঠানগুলোর সহযোগিতামূলক সম্পর্ক তৈরি, প্রায়োগিক গবেষণা পরিচালনা উদ্ভাবনী ধারণা বাস্তবায়নে সমন্বিতভাবে কাজ করার ওপর জোর দেন। 

তিনি আরও বলেন, উচ্চশিক্ষা গবেষণার মানোন্নয়নে আঞ্চলিক সহযোগিতা জোরদার করতে ইউজিসি অবদান রাখতেআগ্রহী। নিজেদের মধ্যে সম্পর্ক জোরদার বিস্তৃত গবেষণা নেটওয়ার্ক স্থাপনের মাধ্যমে অঞ্চলের বিশ্ববিদ্যালয়গুলোউদ্ভাবনের সহায়ক পরিবেশ তৈরি এবং দক্ষিণ এশিয়াবাসীর কল্যাণে উদ্ভাবিত প্রযুক্তির বাজারজাতকরণে ভূমিকা রাখতেসক্ষম হবে বলে তিনি মন্তব্য করেন।

বিশ্বব্যাংক পাকিস্তান উচ্চশিক্ষা কমিশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই উচ্চশিক্ষা সম্মেলনে ইউজিসি চেয়ারম্যানেরনেতৃত্বে নয় সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নিচ্ছেন। প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেনঢাকা বিশ্ববিদ্যালয়েরমৃত্তিকা, পানি পরিবেশ বিভাগের অনারারি অধ্যাপক . বাবুনা ফায়েজ, ইউজিসি সদস্য প্রফেসর . মোহাম্মদ তানজীমউদ্দিন খান প্রফেসর . মো. সাইদুর রহমান, ইউজিসি সচিব . মো. ফখরুল ইসলাম, হায়ার এডুকেশন এক্সিলারেশনঅ্যান্ড  ট্রান্সফরমেশন প্রকল্পের পরিচালক আসাদুজ্জামান, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্তসচিব মো. হাসান মারুফ, ইউজিসি বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক . মো. সুলতান মাহমুদ ভূইয়া পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের উপপরিচালক মো. জামাল উদ্দিন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।