রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানার পুলিশ এক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করেছে।ছবি : সংগৃহীত
দিপা আক্তার
বিশেষ প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানার পুলিশ এক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করেছে। অভিযানের সময় সন্দেহভাজন মাদক কারবারি সাদ্দাম হোসেন মোটরসাইকেল রেখে পালিয়ে যায়।
অভিযানের বিবরণ
৮ জানুয়ারি (বুধবার) রাতে গোয়ালন্দঘাট থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব, এসআই জুয়েল এবং এসআই সেলিম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে গোধূলি পার্কের সামনে অবস্থান নেন। সাদ্দাম হোসেন মাদক সরবরাহের উদ্দেশ্যে মোটরসাইকেলে সেখানে উপস্থিত হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সম্রাট নগর বাজার এলাকায় পালিয়ে যায়।
পুলিশ তার পিছু নিয়ে সম্রাট নগর বাজারে পৌঁছে সাদ্দামের দোকানের পাশে থাকা একটি পাইপের গুদামে তল্লাশি চালায়।
উদ্ধারকৃত অস্ত্র ও গুলি
তল্লাশির সময় গুদাম থেকে তিনটি আগ্নেয়াস্ত্র, সাত রাউন্ড গুলি এবং তিনটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
আইনি ব্যবস্থা
উদ্ধারকৃত অস্ত্র ও গুলির বিষয়ে গোয়ালন্দঘাট থানা ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) যৌথভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করছে। সাদ্দাম হোসেনকে গ্রেফতারে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।
গোয়ালন্দঘাট এলাকায় মাদক ও অবৈধ অস্ত্র চক্রের বিরুদ্ধে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। আইনশৃঙ্খলা বাহিনীর মতে, এই অভিযান মাদক এবং অস্ত্র চক্রকে দমন করতে সহায়ক হবে।
বিশেষজ্ঞ মতামত
অবৈধ অস্ত্র ও মাদকের বিস্তার রোধে এই ধরনের অভিযান গুরুত্বপূর্ণ। তবে পলাতক সাদ্দাম হোসেনসহ চক্রের অন্য সদস্যদের গ্রেফতার করাও সমান জরুরি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই তৎপরতা সমাজে নিরাপত্তা নিশ্চিত করতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।