ঢাকাSaturday , 14 December 2024
আজকের সর্বশেষ সবখবর

নতুন করে আবারো শামীম ওসমানসহ ১৪৫ জনের নামে মামলা

খান শুভ
December 14, 2024 11:35 am
Link Copied!

নারায়ণগঞ্জ প্রতিনিধি :-

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানসহ আওয়ামী লীগের ১৪৫ নেতাকর্মীর নামে হত্যাচেষ্টার মামলা হয়েছে। মামলায় আরও ৪০০-৫০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে আদালতের নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি রুজু করেন ভুক্তভোগী আরিফ মিয়া।

মামলার অন্য আসামিরা হলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের (৭০), মহাসচিব মো. মজিবুল হক চুন্নু (৬০), সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া (৭০), নারায়ণগঞ্জ ক্লাবের সাবেক সভাপতি আসিব হাসান মাহমুদসহ (৫৫) প্রমুখ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ১৯ জুলাই দুপুর আড়াইটার সিদ্ধিরগঞ্জের প্রো-অ্যাকটিভ হাসপাতালের সামনে বাদীসহ ছাত্র-জনতা একত্রিত হয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। এ সময় আসামিরা আন্দোলনকারীদের ওপর অতর্কিত গুলিবর্ষণ শুরু করেন। তখন আরিফ মিয়াকে উদ্দেশ্য করে গুলি চালালে তার ডান পায়ের হাঁটুতে গুলিবিদ্ধ হয়। পরে ঘটনাস্থলের লোকজন তাকে তাৎক্ষণিকভাবে ইসলামিয়া হাসপাতালে নিয়ে যান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।